০৫ মার্চ ২০২৩

৩৩১।। ১০টি পাপের শাস্তি দুনিয়ায় ও আখেরাতে হবে।

মাওলানা  শেখ আহমেদ উল্লাহ। 

১। মা-বাবার নাফরমানি করা/ হক নষ্ট করা।

২। অন্যের উপর জুলম করা।

৩। আমানতের খেয়ানত করা/পাওনা পরিশোধ না করা।

৪। মিথ্যা কথা বলা।

৫। আত্নীয়র সম্পর্ক নষ্ট/ ছিন্ন করা।

৬। কাউকে বিশেষ করে মুসলমানকে অপমান করা।

৭। মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করা।

৮। অন্যের কৃতজ্ঞতা স্বীকার না করা।

৯। ব্যবসায় ফাকি/ ওজনে কম দেওয়া। 

১০। কুফুরি করা / যেমন আল্লাহকে অস্বীকার। 



বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

আল্ কুরআন, সুরা ইয়াছিন ৩৬

  আল্ কুরআন, সুরা ইয়াছিন ৩৬  অনুবাদ, অর্থ  সহ সুরা ইয়াছিন ঃ- (36:0) بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ অনুবাদ:    পরম করুণাময় মেহেরবান আ...

জনপ্রিয় লেখা সমূহ