০৬ মার্চ ২০২৩

৩৩২।। দুনিয়া ও পরকাল মৃত্যুই দেওয়াল-কবিতা


 রুহ আল্লাহর হুকুম দুনিয়ায় মানব দেহ রুপে,

মৃত্যুর সাথে যায় পরকালে, দেহ দেই মটিতে সপে।

মৃত্যু মোদেরে আড়াল করে আছে এহকাল পরকাল,

এটাই কি পরীক্ষা? পরকালে কি আছে ফলাফল?

সুরা আসরে আল্লাহ বলেন, ক্ষতিগ্রস্থ হবে না তারা, 

ঈমান এনেছে, সবরের ও সৎ উপদেশ দিয়েছে যারা।

সুরা হুমাযায় বলেন, অর্থ সম্পদ করিবে না অমর

পরনিন্দা, চোগল খোরিতে কপালে আগুন জুটিবে তার।

সুরা ফীলে, কাবা শরিফ রক্ষিলেন আব্রাহার আক্রমণ হতে,

হাতি,ঘোড়া, সৈনিক তুষিলেন আবাবিল পাখির ঠোঁটে। 

সুরা কুরাইশ, ভ্রমণের পথে আরবদের নিরাপত্তার সাক্ষ্য দেয়,

সুরা মাউনে, প্রতিবেশী, এতিম, মিস্কিন, গরিবের কথা কয়।

সুরা কাওছারে, কিয়ামতে নবীর (সঃ) অধিকারে থাকিবে পানি,

নবীজির ভক্তরা পিপাসায় পাবে শান্তি একটু খানি।

সুরা কাফিরুনে, যার যার ধর্ম তার তা পালনে নাহি বাধা, 

তাই বলে অন্য ধর্ম, আল্লাহ মেনে নিয়েছে তা নয় দাদা।

সুরা নাসরে, ইসলামের পরিপূর্ণতা, রাসুলের জীবন অবসানের ইংগিত

তাই উপদেশ বেশী বেশী তাসবিহ পাঠ, কামনা করতে মাগফেরাত।

সুরা লাহাবে, নাফরমানের ধ্বংসের নমুনা। 

সুরা ইখলাসে, আল্লাহর পরিচয় যায় জানা।

আল্লাহ এক ও অদ্বিতীয় ,নাই কোন তার অংশিদার,

না আছে ছেলে,না আছে মেয়ে নাই স্ত্রী পরিবার ।

সুরা ফালাক ও নাসে,কুচক্রি মানুষ ও জীন হতে বাঁচার প্রার্থনা ,

সকাল-সন্ধায় ইখলাস,ফালাক,নাস পড় ,কর নিয়মিত আরাধনা।

কেউ নামাজে করোনা অবহেলা,যা বেহেস্তের চাবি,

সকলের প্রতি রইল এই গোনাগারের ছোট্ট একটু দাবী।

 











বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

Jamuna TV

  Jamuna TV  link

জনপ্রিয় লেখা সমূহ