Powered By Blogger
৮৭-আলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
৮৭-আলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১২ ফেব্রুয়ারী ২০২১

৮৭-আলা

 ৮৭-আলা


(87:0)

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

অনুবাদ:    পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে


(87:1)

سَبِّحِ اسْمَ رَبِّكَ الْاَعْلَىۙ


অনুবাদ:    (হে নবী!) তোমার সুমহান রবের নামের তাসবীহ পাঠ করো।


(87:2)

الَّذِیْ خَلَقَ فَسَوّٰى


অনুবাদ:    যিনি সৃষ্টি করেছেন এবং সমতা কায়েম করেছেন।


(87:3)

وَ الَّذِیْ قَدَّرَ فَهَدٰى


অনুবাদ:    যিনি তাকদীর গড়েছেন তারপর পথ দেখিয়েছেন।


(87:4)

وَ الَّذِیْۤ اَخْرَ جَ الْمَرْعٰى


অনুবাদ:    যিনি উদ্ভিদ উৎপন্ন করেছেন।

(87:5)

فَجَعَلَهٗ غُثَآءً اَحْوٰىؕ


অনুবাদ:    তারপর তাদেরকে কালো আবর্জনায় পরিণত করেছেন।


(87:6)

سَنُقْرِئُكَ فَلَا تَنْسٰۤىۙ


অনুবাদ:    আমি তোমাকে পড়িয়ে দেবো, তারপর তুমি আর ভুলবে না।


(87:7)

اِلَّا مَا شَآءَ اللّٰهُؕ اِنَّهٗ یَعْلَمُ الْجَهْرَ وَ مَا یَخْفٰىؕ


অনুবাদ:    তবে আল্লাহ‌ যা চান তা ছাড়া। তিনি জানেন প্রকাশ্য এবং যা কিছু গোপন আছে তাও।


(87:8)

وَ نُیَسِّرُكَ لِلْیُسْرٰىۚۖ


অনুবাদ:    আর আমি তোমাকে সহজ পথের সুযোগ সুবিধা দিচ্ছি।


(87:9)

فَذَكِّرْ اِنْ نَّفَعَتِ الذِّكْرٰىؕ


অনুবাদ:    কাজেই তুমি উপদেশ দাও, যদি উপদেশ উপকারী হয়


(87:10)

سَیَذَّكَّرُ مَنْ یَّخْشٰىۙ


অনুবাদ:    যে ভয় করে সে উপদেশ গ্রহণ করে নেবে।


(87:11)

وَ یَتَجَنَّبُهَا الْاَشْقَىۙ


অনুবাদ:    আর তার প্রতি অবহেলা করবে নিতান্ত দুর্ভাগাই,


(87:12)

الَّذِیْ یَصْلَى النَّارَ الْكُبْرٰىۚ

অনুবাদ:    যে বৃহৎ আগুনে প্রবেশ করবে,


(87:13)

ثُمَّ لَا یَمُوْتُ فِیْهَا وَ لَا یَحْیٰىؕ


অনুবাদ:    তারপর সেখানে মরবেও না, বাঁচবেও না।


(87:14)

قَدْ اَفْلَحَ مَنْ تَزَكّٰىۙ


অনুবাদ:    সে সফলকাম হয়েছে, যে পবিত্রতা অবলম্বন করেছে


(87:15)

وَ ذَكَرَ اسْمَ رَبِّهٖ فَصَلّٰىؕ


অনুবাদ:    এবং নিজের রবের নাম স্মরণ করেছে তারপর নামায পড়েছে।


(87:16)

بَلْ تُؤْثِرُوْنَ الْحَیٰوةَ الدُّنْیَا٘ۖ


অনুবাদ:    কিন্তু তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো।


(87:17)

وَ الْاٰخِرَةُ خَیْرٌ وَّ اَبْقٰىؕ


অনুবাদ:    অথচ আখেরাত উৎকৃষ্ট ও স্থায়ী।


(87:18)

اِنَّ هٰذَا لَفِی الصُّحُفِ الْاُوْلٰىۙ

অনুবাদ:    পূর্বে অবতীর্ণ সহীফাগুলোয় একথাই বলা হয়েছিল,

(87:19)

صُحُفِ اِبْرٰهِیْمَ وَ مُوْسٰى۠

অনুবাদ:    ইবরাহীম ও মূসার সহীফায়।


বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

পারিবারিক সুখ শান্তির জন্য দোয়া।

 আল কুরআন, ২৫  আল-ফুরকান, আয়াত: ৭৪ وَ الَّذِیْنَ یَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ اَزْوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّةَ اَعْیُنٍ وَّ ا...

জনপ্রিয় লেখা সমূহ