ঈমান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঈমান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১১ নভেম্বর ২০২০

এতদস‌ত্ত্বেও কি ওরা ঈমান আন‌বে না?

আল কুরআনের নিম্নলিখিত আয়াত সমূহের বর্ণনা জানা থাকলে আল্লাহর প্রতি ঈমান আনার আর কোন বাধা হতে পারে না ।
(সূরা আম্বিয়া আয়াত ৩০~৪১)
বিসমিল্লাহির রহমানির রহিম। 
"৩০) কাফেররা কি দেখে না যে আসমানসমূহ ও যমীন ছিল জড়ানো ,পরে আমি তাদের উভয়কে পৃথক করিয়াছি এবং পানির দ্বারা প্রত্যেক প্রাণবান বস্তু পয়দা করিয়াছি; এতদসত্ত্বেও কি ওরা ঈমান আনবে না? 
 
৩১)আমি জমিনে বহু পাহাড় সুদৃঢ় করিয়াছি যাতে তাদেরকে লইয়া না হেলে এবং করিয়াছে তাতে প্রশস্ত রাস্তা, তাতে তারা গন্তব্যে পৌঁছাতে পারে। 
৩২।আসমানকে করিয়াছে সুরক্ষিত ছাদ বিশিষ্ট কিন্তু ওরা তার নিদর্শন রাজি হই‌তে বিমুখ। 
৩৩। এবং তিনিই রাতদিন চন্দ্র-সূর্য সৃ‌ষ্টি করিয়াছেন, প্রত্যেকেই আপন কক্ষ প‌থে ভাসিয়া বেড়ায় ।
 ৩৪। তোমার পূর্বের কোন মানুষকে চিরঞ্জিত করি নাই;সুতরাং তোমার মৃত্যু হইলে তারা কি হইবে চিরঞ্জীবী ? 
৩৫। প্রাণী মাত্রই মরণশীল; আমি তোমাদের পরীক্ষা করি ভালো-মন্দ উভয়দিক দিয়ে ,আমার দিকেই তোমাদের প্রত্যাবর্তন ।
 ৩৬। কাফেররা তোমাকে দেখলে তোমার প্রতি বিদ্রুপ বান ছোঁড়ে : 'এই নাকি যে তোমাদের মাবুদ গণের সমালোচনা করে?' অথচ তারা আল্লাহর জিকির‌ে বিমুখ। 
৩৭।মানুষ জন্মগত দ্রুততা  প্রবন, সত্বর তোমা‌দিগ‌কে আমার নিদর্শন দেখাইব, তাই আমা‌কে তাড়াহু‌ড়ো কর‌তে বল না।
 ৩৮। ওরা আরও ব‌লে,' সত্যবাদী হই‌লে বল ,এ ওয়াদা কখন পূরণ হই‌বে ?'
৩৯। হায়! কা‌ফেররা সে সম‌য়ের কথা যদি জানিত, যখন ওরা ওদের সম্মুখে ও পশ্চাৎ এর আগুন প্রতিরোধ করিতে পারিবেনা এবং সাহায্য ও করা হইবে না তাদের। 
৪০।বরং তা আসিবে তাদের উপর অকস্মাত্ ,করিবে তাদের হতবুদ্ধি ফলে তারা তা ফিরাই‌তে  পারিবে না ,দেওয়া হইবে না অবকাশও। 
৪১।বিদ্রুপ করা হইয়াছিল তোমার আগেও বহু রাসূলকে, ফলে বিদ্রুপকারীদের বিদ্রুপ গ্রাস করেছিল। "

০৪ নভেম্বর ২০২০

ঈমান কি?

ঈমান শব্দের আভিধানিক অর্থ স্বীকার করা ,স্বীকৃতি দেওয়া, দৃঢ় বিশ্বাস করা। ইসলাম ধর্মে ঈমানের অর্থ হল, না দেখে আল্লাহ ও আল্লাহর ঘো‌ষিত  বিষয়ে  মুখে স্বীকার ক‌রে, অন্তরে বিশ্বাস করা ও কাজের মাধ্যমে তার বহিঃপ্রকাশ । 

আল কুরআনের সুরা বাক্বারাহ এর ২ হ‌তে ৪ নম্বর আয়াতে বিষয়গুলি বর্ণিত আছে। বলা হয়েছে-
"২। এই সেই কিতাব যাতে কোন সন্দেহ নাই ,মুত্তাকীদের জন্য হেদায়েত। 
৩।যারা গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিযিক দিয়েছি তা থেকে ব্যয় করে। ৪।আর যারা ঈমান আনে তাতে যা তোমার প্রতি নাযিল করা হয়েছে এবং তোমার পূর্বে নাযিল করা হয়েছে আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। "

ঈমানের সাতটি বিষয় হচ্ছে -
১) এক আল্লাহকে বিশ্বাস করা। 
২)আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা। 
৩) আসমানী কিতাব সমূহের প্র‌তি বিশ্বাস করা ।
৪) সকল নবী রাসূলগণের প্র‌তি বিশ্বাস করা ।
৫) তক্বদীর বা ভা‌গ্যের ভালো-মন্দ  যাতে আল্লাহর ক্ষমতা র‌য়ে‌ছে তাতে বিশ্বাস করা ।
৬) আখিরাতে বা পরকালের প্রতি বিশ্বাস করা ।
৭) মৃত্যুর পর পুনরুজ্জীবিত হওয়ার প্রতি বিশ্বাস করা। 

ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভ রয়েছে। সেগুলো হলো :-
১)কালেমা (বিশ্বাস ) 
২)নামাজ (প্রার্থনা )
৩)রোজা ( বিরত থাকা )
৪)যাকাত (দান)
৫) হজ্ব (কাবা ঘর তাওয়াফ)। 
 
আরও জানতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন >

১০ জুলাই ২০২০

ঈমান ও কিয়ামত

Al Quran,সূরা নম্বরঃ ৭, আয়াত নম্বরঃ ১৮৫
তাহারা কি লক্ষ্য করে না, আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌম কর্তৃত্ব সম্পর্কে এবং আল্লাহ্ যাহা কিছু সৃষ্টি করিয়াছেন তাহার সম্পর্কে এবং ইহার সম্পর্কেও যে, সম্ভবত তাহাদের নির্ধারিত কাল নিকটবর্তী, সুতরাং ইহার পর তাহারা আর কোন্ কথায় ঈমান আনিবে!

Al Quran,সূরা নম্বরঃ ৭, আয়াত নম্বরঃ ১৮৫
 
Al Quran, সূরা নম্বরঃ ৭,আয়াত নম্বরঃ ১৮৭
তাহারা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন ঘটিবে। বল, এ বিষয়ের জ্ঞান শুধু আমার প্রতিপালকেরই আছে। শুধু তিনিই যথাসময়ে উহা প্রকাশ করিবেন; উহা আকাশমণ্ডলী ও পৃথিবীতে একটি ভয়ংকর ঘটনা হইবে। আকস্মিকভাবেই উহা তোমাদের উপর আসিবে।' তুমি এই বিষয়ে সবিশেষ অবহিত মনে করিয়া তাহারা তোমাকে প্রশ্ন করে। বল, এই বিষয়ের জ্ঞান শুধু আল্লাহরই আছে, কিন্তু অধিকাংশ লোক জানে না।

Al Quran, সূরা নম্বরঃ ৭,আয়াত নম্বরঃ ১৮৭

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

Jamuna TV

  Jamuna TV  link

জনপ্রিয় লেখা সমূহ