Powered By Blogger
আয়াত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আয়াত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১৬ অক্টোবর ২০২০

পরকালে দোজখি ও বেহেস্তিদের মেয়াদ

আল্ কুরআনঃ সুরা হুদ ১০৬,১০৭,১০৮ ;
  তারপর যারা হবে হতভাগ্য তারা আগুনে, তাদের জন্য সেখানে থাকবে চিৎকার ও আর্তনাদ, --
সূরাঃ হুদ, আয়াতঃ  ১০৬

     তারা সেখানে থাকবে যতদিন মহাকাশমন্ডল ও পৃথিবী বিদ্যমান থাকবে -- যদি না তোমার প্রভু অন্যথা ইচ্ছা করেন। নিঃসন্দেহ তোমার প্রভু যা ইচ্ছা করেন তাই করে থাকেন।
সূরাঃ হুদ, আয়াতঃ  ১০৭

     আর যারা হবে ভাগ্যবান তারা থাকবে বেহেশতে, তারা সেখানে থাকবে যতদিন মহাকাশমন্ডল ও পৃথিবীৃ বিদ্যমান থাকবে -- যদি না তোমার প্রভু অন্যথা ইচ্ছা করেন। এটি প্রতিদান যা কখনো কাটছাঁট হবে না।
সূরাঃ হুদ, আয়াতঃ  ১০৮

১৩ অক্টোবর ২০২০

কুরআনের বিভক্তকারিদের প্রতি আল্লাহ

আল্লাহ  যারা কুরআনের কিছু  অংশ বিশ্বাস করে আর কিছু অবিশ্বাস করে এমন মুনাফিক এবং কাফেরদের উদ্দেশ্যে বলেন,  
সুরা আল-হিজর :  আয়াত নং ৯১

"যারা কুরআনকে বিভিন্ন অংশে ভাগ করেছিল।* "

* ‘বিভিন্ন অংশে ভাগ করেছিল, অর্থাৎ কুরআনকে তারা বিভিন্ন নামে ও বিভিন্ন অভিধানে চিহ্নিত করত, যেমন কেউ বলত, এটি যাদু, কেউ বলত, কবিতা, আবার কেউ বলত, গণকদের গণনা ইত্যাদি।

Tafseer : 
যারা কুরআনকে বিভিন্নভাবে বিভক্ত করেছে।

আল-হিজর :  আয়াত নং ৯২

"অতএব তোমার রবের কসম, আমি তাদের সকলকে অবশ্যই জেরা করব,"

Tafseer : 
সুতরাং তোমার প্রতিপালকের শপথ! আমি তাদের সকলকে প্রশ্ন করবই।

আল-হিজর :  আয়াত নং ৯৩

"তারা যা করত, সে সম্পর্কে (জিজ্ঞাসা করব)।"

Tafseer : 
সেই বিষয়ে যা তারা করত।
আল-হিজর : আয়াত নং ৯৪

"সুতরাং তোমাকে যে আদেশ দেয়া হয়েছে, তা ব্যাপকভাবে প্রচার কর এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও।"

Tafseer : 
অতএব তুমি যে বিষয়ে আদিষ্ট হয়েছ, তা প্রকাশ্যে প্রচার কর[১] এবং অংশীবাদীদেরকে উপেক্ষা কর।

[১] اصدع এর অর্থ প্রকাশ্যে প্রচার কর, এর পূর্বে তিনি গোপনভাবে তাবলীগ করতেন। এই আয়াত অবতীর্ণ হবার পর প্রকাশ্যে ইসলাম প্রচার করতে থাকেন।

আল-হিজর :  আয়াত নং ৯৫
"নিশ্চয় আমি তোমার জন্য উপহাসকারীদের বিপক্ষে যথেষ্ট।"

Tafseer : 
বিদ্রূপকারীদের বিরুদ্ধে আমিই তোমার জন্য যথেষ্ট।

আল-হিজর :  আয়াত নং ৯৬

"যারা আল্লাহর সাথে অন্য ইলাহ নির্ধারণ করে। অতএব তারা অচিরেই জানতে পারবে।"

Tafseer : 
যারা আল্লাহর সাথে অপর উপাস্য প্রতিষ্ঠা করে। সুতরাং শীঘ্রই তারা জানতে পারবে তাদের জন্য কি শাস্তি অপেক্ষা করছে।

আল-হিজর :  আয়াত নং ৯৭

"আর অবশ্যই আমি জানি যে, তারা যা বলে তাতে তোমার অন্তর সঙ্কুচিত হয়।"

Tafseer : 
আমি তো অবশ্যই জানি যে, তারা যা বলে তাতে তোমার হৃদয়ে ব্যথা লাগে। 

আল-হিজর :  আয়াত নং ৯৮

"সুতরাং তুমি তোমার রবের প্রশংসায় তাসবীহ পাঠ কর এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও।"

Tafseer : 
সুতরাং তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা কর এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও।

আল-হিজর : আয়াত নং ৯৯

"আর ইয়াকীন (মৃত্যু) আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদাত কর।"

Tafseer : 
আর তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত কর। [১]

[১] মুশরিকরা নবী (সাঃ)-কে যাদুকর, পাগল, গণক ইত্যাদি বলত। আর মানুষ হওয়ার কারণে তিনি এ সব কথায় দুঃখ পেতেন। মহান আল্লাহ সান্তনা দিয়ে বললেন, তুমি প্রশংসা কর, নামায পড় এবং নিজ আল্লাহর এবাদত কর। যাতে তোমার অন্তর শান্তি লাভ করবে এবং আল্লাহর সাহায্য আসবে। সিজদাকারী বলতে নামাযী ও ইয়াকীন বলতে মৃত্যুকে বুঝানো হয়েছে।



কুরআনের বিভক্ত কারিদের প্রতি সতর্ক বানী, আলকুরান 

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

পারিবারিক সুখ শান্তির জন্য দোয়া।

 আল কুরআন, ২৫  আল-ফুরকান, আয়াত: ৭৪ وَ الَّذِیْنَ یَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ اَزْوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّةَ اَعْیُنٍ وَّ ا...

জনপ্রিয় লেখা সমূহ