১৮ মে ২০২১

৮৫ বুরুজ

  ৮৫-বুরুজ(১-২২)

(85:0)

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ


অনুবাদ:    পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে


(85:1)

وَ السَّمَآءِ ذَاتِ الْبُرُوْجِۙ


অনুবাদ:    কসম মজবুত দুর্গ বিশিষ্ট আকাশের


(85:2)

وَ الْیَوْمِ الْمَوْعُوْدِۙ


অনুবাদ:    এবং সেই দিনের যার ওয়াদা করা হয়েছে


(85:3)

وَ شَاهِدٍ وَّ مَشْهُوْدٍؕ


অনুবাদ:    আর যে দেখে তার এবং সেই জিনিসের যা দেখা যায়।


(85:4)

قُتِلَ اَصْحٰبُ الْاُخْدُوْدِۙ


অনুবাদ:    মারা পড়েছে গর্তওয়ালারা


(85:5)

النَّارِ ذَاتِ الْوَقُوْدِۙ


অনুবাদ:    যে গর্তে দাউদাউ করে জ্বলা জ্বালানীর আগুন ছিল,


(85:6)

اِذْ هُمْ عَلَیْهَا قُعُوْدٌۙ


অনুবাদ:    যখন তারা সেই গর্তের কিনারে বসেছিল


(85:7)

وَّ هُمْ عَلٰى مَا یَفْعَلُوْنَ بِالْمُؤْمِنِیْنَ شُهُوْدٌؕ


অনুবাদ:    এবং ঈমানদারদের সাথে তারা যাকিছু করছিল তা দেখছিল।


(85:8)

وَ مَا نَقَمُوْا مِنْهُمْ اِلَّاۤ اَنْ یُّؤْمِنُوْا بِاللّٰهِ الْعَزِیْزِ الْحَمِیْدِۙ


অনুবাদ:    ওই ঈমানদারদের সাথে তাদের শত্রুতার এছাড়া আর কোন কারণ ছিল না যে, তারা সেই আল্লাহর প্রতি ঈমান এনেছিল যিনি মহাপরাক্রমশালী এবং নিজের সত্তায় নিজেই প্রশংসিত,


(85:9)

الَّذِیْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَ الْاَرْضِ١ؕ وَ اللّٰهُ عَلٰى كُلِّ شَیْءٍ شَهِیْدٌؕ


অনুবাদ:    যিনি আকাশ ও পৃথিবীর রাজত্বের অধিকারী। আর সে আল্লাহ‌ সবকিছু দেখছেন।


(85:10)

اِنَّ الَّذِیْنَ فَتَنُوا الْمُؤْمِنِیْنَ وَ الْمُؤْمِنٰتِ ثُمَّ لَمْ یَتُوْبُوْا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَ لَهُمْ عَذَابُ الْحَرِیْقِؕ


অনুবাদ:    যারা মু’মিন পুরুষ ও নারীদের ওপর জুলুম-নিপীড়ন চালিয়েছে, তারপর তা থেকে তওবা করেনি, নিশ্চিতভাবেই তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং জ্বালা-পোড়ার শাস্তি।


(85:11)

اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ جَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ١ۣؕ۬ ذٰلِكَ الْفَوْزُ الْكَبِیْرُؕ


অনুবাদ:    যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে নিশ্চিতভাবেই তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান যার নিম্নদেশে প্রবাহিত হতে থাকবে ঝরণাধারা। এটিই বড় সাফল্য।


(85:12)

اِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِیْدٌؕ


অনুবাদ:    আসলে তোমার রবের পাকড়াও বড় শক্ত।


(85:13)

اِنَّهٗ هُوَ یُبْدِئُ وَ یُعِیْدُۚ


অনুবাদ:    তিনিই প্রথমবার সৃষ্টি করেন আবার তিনিই দ্বিতীয় বার সৃষ্টি করবেন।


(85:14)

وَ هُوَ الْغَفُوْرُ الْوَدُوْدُۙ


অনুবাদ:    তিনি ক্ষমাশীল, প্রেমময়,


(85:15)

ذُو الْعَرْشِ الْمَجِیْدُۙ


অনুবাদ:    আরশের মালিক, শ্রেষ্ঠ-সম্মানিত


(85:16)

فَعَّالٌ لِّمَا یُرِیْدُؕ


অনুবাদ:    এবং তিনি যা চান তাই করেন।


(85:17)

هَلْ اَتٰىكَ حَدِیْثُ الْجُنُوْدِۙ


অনুবাদ:    তোমার কাছে কি পৌঁছেছে সেনাদলের খবর?


(85:18)

فِرْعَوْنَ وَ ثَمُوْدَؕ


অনুবাদ:    ফেরাউন ও সামূদের সেনাদলের?


(85:19)

بَلِ الَّذِیْنَ كَفَرُوْا فِیْ تَكْذِیْبٍۙ


অনুবাদ:    কিন্তু যারা কুফরী করেছে, তারা মিথ্যা আরোপ করার কাজে লেগে রয়েছে।


(85:20)

وَّ اللّٰهُ مِنْ وَّرَآئِهِمْ مُّحِیْطٌۚ


অনুবাদ:    অথচ আল্লাহ‌ তাদেরকে ঘেরাও করে রেখেছেন।


(85:21)

بَلْ هُوَ قُرْاٰنٌ مَّجِیْدٌۙ

অনুবাদ:    (তাদের মিথ্যা আরোপ করায় এ কুরআনের কিছু আসে যায় না) বরং, এটি উন্নত মর্যাদাসম্পন্ন কুরআন


(85:22)

فِیْ لَوْحٍ مَّحْفُوْظٍ۠

অনুবাদ:    সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

Jamuna TV

  Jamuna TV  link

জনপ্রিয় লেখা সমূহ