২৪ জুন ২০২০

কাফের ও চোরের শাস্তি এবং আল্লাহর ক্ষমা

যাহারা কুফরী করিয়াছে, কিয়ামতের দিন শাস্তি হইতে মুক্তির জন্য পণস্বরূপ দুনিয়ায় যাহা কিছু আছে, যদি তাহাদের
তাহার সমস্তই থাকে এবং তাহার সঙ্গে সমপরিমাণ আরও থাকে, তবুও তাহাদের নিকট হইতে তাহা গৃহীত হইবে না এবং তাহাদের জন্য মর্মন্তুদ শাস্তি রহিয়াছে।
সূরা নম্বরঃ ৫, আয়াত নম্বরঃ ৩৬

পুরুষ চোর এবং নারী চোর, তাহাদের হস্তচ্ছেদন কর; ইহা তাহাদের কৃতকর্মের ফল এবং আল্লাহর পক্ষ হইতে দৃষ্টান্ত মূলক দণ্ড; আল্লাহ্ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
সূরা নম্বরঃ ৫, আয়াত নম্বরঃ ৩৮


কিন্তু সীমালংঘন করার পর কেউ তওবা করে,  নিজেকে সংশোধন করে অবশ্যই আল্লাহ্ তার তাওবা কবুল করিবেন; আল্লাহ্ ক্ষমাশীল,পরম দয়ালু। 
সূরা নম্বরঃ ৫, আয়াত নম্বরঃ ৩৯

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

আল্লাহর ১০ আদেশ।

 ইসলামে "দশ আদেশ" (Ten Commandments) শব্দটি সুনির্দিষ্টভাবে ব্যবহৃত হয় না, তবে পবিত্র কুরআনের সূরা আন'আম (৬:১৫১-১৫৩) এবং সূরা ...

জনপ্রিয় লেখা সমূহ