২৫ জুন ২০২০

ইয়াহুদী-নাসারাদের প্রতি ক্ষোভ ও উপদেশ-- Al Quran


ইয়াহূদীরা বলে, আল্লাহ্‌র হাত রুদ্ধ'; উহারাই রুদ্ধ হস্ত এবং উহারা যাহা বলে তজ্জন্য উহারা অভিশপ্ত, বরং আল্লাহ্‌র উভয় হস্তই প্রসারিত; 
Read more...
যেভাবে ইচ্ছা তিনি দান করেন। তোমার প্রতিপালকের নিকট হইতে যাহা তোমার প্রতি অবতীর্ণ হইয়াছে তাহা তাহাদের অনেকের ধর্মদ্রোহিতা ও কুফরী বৃদ্ধি করিবেই। তাহাদের মধ্যে আমি কিয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করিয়াছি। যতবার তাহারা যুদ্ধের অগ্নি প্রজ্বলিত করে ততবার আল্লাহ্ উহা নির্বাপিত করেন এবং তাহারা দুনিয়ায় ধ্বংসাÍক কাজ করিয়া বেড়ায়; আল্লাহ্ ধ্বংসাত্মক কাজে লিপ্তদেরকে আল্লাহ ভালোবাসেন না। 
সূরা নম্বরঃ ৫, আয়াত নম্বরঃ ৬৪

তাহারা যদি তাওরাত, ইন্জীল ও তাহাদের প্রতিপালকের নিকট হইতে তাহাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহা প্রতিষ্ঠিত করিত, তাহা হইলে তাহারা তাহাদের উপর ও পদতল হইতে আহার্য লাভ করিত। তাহাদের মধ্যে একদল রহিয়াছে যাহারা মধ্যপন্থী; কিন্তু তাহাদের অধিকাংশ যাহা করে তাহা নিকৃষ্ট।
সূরা নম্বরঃ ৫, আয়াত নম্বরঃ ৬৬

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

Hadi

  ৩১ ডিসে, ২০২৫ হাদি   আব্রিতি বক্তব্য হাদির গালি পরদা হাদির বক্তব্য আর যে কিবরিয়া

জনপ্রিয় লেখা সমূহ