ঈমান শব্দের আভিধানিক অর্থ স্বীকার করা ,স্বীকৃতি দেওয়া, দৃঢ় বিশ্বাস করা। ইসলাম ধর্মে ঈমানের অর্থ হল, না দেখে আল্লাহ ও আল্লাহর ঘোষিত বিষয়ে মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করা ও কাজের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ।
আল কুরআনের সুরা বাক্বারাহ এর ২ হতে ৪ নম্বর আয়াতে বিষয়গুলি বর্ণিত আছে। বলা হয়েছে-
"২। এই সেই কিতাব যাতে কোন সন্দেহ নাই ,মুত্তাকীদের জন্য হেদায়েত।
৩।যারা গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিযিক দিয়েছি তা থেকে ব্যয় করে। ৪।আর যারা ঈমান আনে তাতে যা তোমার প্রতি নাযিল করা হয়েছে এবং তোমার পূর্বে নাযিল করা হয়েছে আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। "
ঈমানের সাতটি বিষয় হচ্ছে -
১) এক আল্লাহকে বিশ্বাস করা।
২)আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা।
৩) আসমানী কিতাব সমূহের প্রতি বিশ্বাস করা ।
৪) সকল নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করা ।
৫) তক্বদীর বা ভাগ্যের ভালো-মন্দ যাতে আল্লাহর ক্ষমতা রয়েছে তাতে বিশ্বাস করা ।
৬) আখিরাতে বা পরকালের প্রতি বিশ্বাস করা ।
৭) মৃত্যুর পর পুনরুজ্জীবিত হওয়ার প্রতি বিশ্বাস করা।
ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভ রয়েছে। সেগুলো হলো :-
১)কালেমা (বিশ্বাস )
২)নামাজ (প্রার্থনা )
৩)রোজা ( বিরত থাকা )
৪)যাকাত (দান)
৫) হজ্ব (কাবা ঘর তাওয়াফ)।
আরও জানতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন >