কিয়ামতের প্রধান ১০টি আলামতের মধ্যে রয়েছে দাজ্জালের আগমন, ইয়াজুজ-মাজুজের আবির্ভাব, পশ্চিম আকাশে সূর্যোদয়, দাব্বাতুল আরদ্ (ভূগর্ভ থেকে বের হওয়া এক প্রকার জানোয়ার)-এর আগমন, ঈসা (আঃ)-এর পুনরায় আগমন, ইয়ামেন থেকে আগুন বের হয়ে মানুষকে হাশরের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া, ধোঁয়া, এবং তিনটি বড় ভূমিধস (পূর্ব, পশ্চিম ও আরব উপদ্বীপে). এই আলামতগুলো প্রকাশ হওয়ার পর কিয়ামত সংঘটিত হবে.
কিয়ামতের ১০টি প্রধান আলামত:
- দাজ্জাল হলো এক বিকৃত ও ভ্রান্তিকারী ব্যক্তি যে মানুষকে ভুল পথে চালিত করবে এবং সে একটি বড় ফিতনা সৃষ্টি করবে.