১৮ সেপ্টেম্বর ২০২৫

কিয়ামতের আগে ১০ টি প্রধান আলামত

কিয়ামতের প্রধান ১০টি আলামতের মধ্যে রয়েছে

===========

"একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কাছে এলেন। আমরা তখন কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি বললেন, যত দিন তোমরা দশটি আলামত না দেখ তত দিন কিয়ামত হবে না। 

১. ধোঁয়া।আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হবে।

 ২. দাজ্জালের আগমন। 

৩.। ভূগর্ভ থেকে নির্গত দাব্বাতুল আরদ নামক অদ্ভুদ এক প্রাণীর আগমন।

 ৪. পশ্চিম আকাশে সূর্যোদয়। 

৫. ঈসা ইবনে মারইয়ামের আগমন।

৬. ইয়াজুজ-মাজুজের আবির্ভাব।

 ৭. পূর্বে ভূমি ধ্বস।

 ৮. পশ্চিমে ভূমি ধ্বস।

 ৯. আরব উপদ্বীপে ভূমি ধ্বস।

 ১০. সর্বশেষে ইয়ামান থেকে একটি আগুন বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে হাঁকিয়ে নিবে। " (মুসলিম, কিতাবুল ফিতান)

===

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

কাবা,নববী, আল আকসা মসজিদ

জনপ্রিয় লেখা সমূহ