✅ সংরক্ষিত!
দুনিয়ার মৃত্যুই যদি শেষ মৃত্যু হতো লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দুনিয়ার মৃত্যুই যদি শেষ মৃত্যু হতো লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

২০ অক্টোবর ২০২৫

আল কুরআন, সুরা ৬৯-হাক্কাহ


(69:0)

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

অনুবাদ:    পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে।


(দুনিয়ার মৃত্যুই যদি শেষ মৃত্যু হতো কতই না ভালো হতো) 


(69:24)


অনুবাদ:    (এসব লোকদের কে বলা হবেঃ) অতীত দিনগুলোতে তোমরা যা করে এসেছো তার বিনিময়ে তোমরা তৃপ্তির সাথে খাও এবং পান করো।


(69:25)


অনুবাদ:    আর যার আমলনামা(দুনিয়ার কাজের লিপি)  তার বাঁ হাতে দেয়া হবে সে বলবেঃ হায়! আমার আমলনামা যদি আমাকে আদৌ দেয়া না হতো


(69:26)


অনুবাদ:    এবং আমার (দুনিয়ার কাজের)হিসেব যদি আমি আদৌ না জানতাম তাহলে কতই না ভাল হত।


(69:27)


অনুবাদ:    হায়! আমার সেই মৃত্যুই (যা দুনিয়াতে এসেছিলো) যদি চূড়ান্ত হতো।


(69:28)


অনুবাদ:    আজ আমার অর্থ-সম্পদ কোন কাজে আসলো না।


(69:29)


অনুবাদ:    আমার সব ক্ষমতা ও প্রতিপত্তি বিনাশ প্রাপ্ত হয়েছে।


(69:30)

অনুবাদ:    (আদেশ দেয়া হবে) পাকড়াও করো ওকে আর ওর গলায় বেড়ি পরিয়ে দাও।


(69:31)


অনুবাদ:    তারপর জাহান্নামে নিক্ষেপ করো।


(69:32)


অনুবাদ:    এবং সত্তর হাত লম্বা শিকল দিয়ে বেঁধে ফেলো।


(69:33)


অনুবাদ:    সে মহান আল্লাহর প্রতি ঈমান পোষণ করতো না


(69:34)


অনুবাদ:    এবং দুস্থ মানুষের খাদ্য দিতে উৎসাহিত করতো না।

(69:35)


অনুবাদ:    তাই আজকে এখানে তার সমব্যথী কোন বন্ধু নেই।


(69:36)


অনুবাদ:    আর কোন খাদ্যও নেই ক্ষত নিঃসৃত পুঁজ-রক্ত ছাড়া।


(69:37)


অনুবাদ:    যা পাপীরা ছাড়া আর কেউ খাবে না।


(69:38)


অনুবাদ:    অতএব তা নয়। আমি শপথ করছি ঐ সব জিনিসের ও যা তোমরা দেখতে পাও।


(69:39)


অনুবাদ:    এবং ঐসব জিনিসের যা তোমরা দেখতে পাওনা।

(69:40)


অনুবাদ:    এটা একজন সম্মানিত রসূলের বাণী


(69:41)


অনুবাদ:    কোন কবির কাব্য নয়। তোমরা খুব কমই ঈমান পোষণ করে থাকো।


(69:42)


অনুবাদ:    আর এটা কোন গণকের গণনাও নয়। তোমরা খুব কমই চিন্তা-ভাবনা করে থাকো।


(69:43)


অনুবাদ:    এ বাণী বিশ্ব-জাহানের রবের পক্ষ থেকে নাযিলকৃত।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

আল কুরআন, সুরা ৬৯-হাক্কাহ

(69:0) بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ অনুবাদ:    পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। (দুনিয়ার মৃত্যুই যদি শেষ মৃত্যু হতো কতই না ভালো ...

জনপ্রিয় লেখা সমূহ