ইসলামে "দশ আদেশ" (Ten Commandments) শব্দটি সুনির্দিষ্টভাবে ব্যবহৃত হয় না, তবে পবিত্র কুরআনের সূরা আন'আম (৬:১৫১-১৫৩) এবং সূরা ইসরা (১৭:২৩-৩৯) আয়াতে দশটি মূল নৈতিক ও আইনি নির্দেশের একটি সেট বা বিধানের উল্লেখ রয়েছে।
এই আদেশগুলো হলো:
১। শিরক বা অংশীদারিত্ব না করা: আল্লাহর সাথে অন্য কিছুকে শরিক করা যাবে না।
২। পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা: পিতামাতার প্রতি সদয় ও কর্তব্যপরায়ণ হতে হবে।
৩। দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা না করা: দারিদ্র্যের কারণে সন্তানদের হত্যা করা যাবে না, আল্লাহই সবার রিজিকদাতা।
৪। প্রকাশ্যে বা গোপনে কোনো লজ্জাজনক কাজের কাছে না যাওয়া: সব ধরনের অশ্লীল ও পাপ কাজ, তা প্রকাশ্যে হোক বা গোপনে, থেকে বিরত থাকতে হবে।
৫। কাউকে অন্যায়ভাবে হত্যা না করা: আল্লাহ যাকে হত্যা করা নিষেধ করেছেন, তাকে ন্যায়বিচার ব্যতীত হত্যা করা যাবে না।
৬। এতিমের সম্পত্তির কাছে না যাওয়া: এতিম বয়ঃপ্রাপ্ত না হওয়া পর্যন্ত তার সম্পত্তির কাছে উত্তম উদ্দেশ্য ছাড়া যাওয়া যাবে না।
৭। ওজন ও পরিমাপ ন্যায়সঙ্গতভাবে দেওয়া: পরিমাপ ও ওজনে পূর্ণ ইনসাফ বজায় রাখতে হবে.
৮। কথা বলার সময় সত্য বলা: কথা বলার সময়, এমনকি নিকটাত্মীয়ের বিষয়ে হলেও, সত্য ও ন্যায়সঙ্গত কথা বলতে হবে।
৯। আল্লাহর অঙ্গীকার পূর্ণ করা: আল্লাহর সাথে কৃত অঙ্গীকার এবং তাঁর আদেশগুলো মেনে চলতে হবে।
১০। সরল পথ অনুসরণ করা: এটিই আল্লাহর সরল ও সঠিক পথ, তাই এই পথ অনুসরণ করতে হবে এবং অন্য পথ অনুসরণ করা যাবে না, কারণ তা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেবে।
এই নির্দেশাবলী ইসলামে একটি ব্যাপক নৈতিক কাঠামো তৈরি করে এবং মানবজাতির জন্য আল্লাহর সার্বজনীন বার্তা হিসেবে বিবেচিত হয়।