২১ অক্টোবর ২০২৫

সমস্যা ও সমাধানের সম্ভাব্য উপায়।

 ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, এমনকি রাষ্ট্র জীবনে সমস্যায় পড়লে সমস্যা ও সমাধানের সম্ভাব্য উপায়  লিখে  সমাধানের সবচেয়ে ভালো উপায় খোঁজা উচিত এবং আল্লাহর উপর ভরসা করা উচিত। 


সুরা আছর এ -আল্লাহ বলেন, নিশ্চয়ই মানুষ মহা ক্ষতির মধ্যে কিন্তু উহারা নয়, যাহারা ঈমান আনে(আল্লাহর উপর)  ও সৎকর্ম করে  ও ধৈর্য ধারণ করে এবং  পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়।

আল কুরআন, সূরা নম্বর: ১০৩ আয়াত নম্বর:২- ৩

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

শেখ মুজিবুর রহমান

(বাশের কেল্লা ফেসবুক  হতে পাওয়া)  অরন্য কুমার চক্রবর্তী ও গৌরীবালা দাসের জারজ সন্তান ছিলেন শেখ মুজিবুর রহমান। ২ বছর বয়স পর্যন্ত শেখ মুজিবের...

জনপ্রিয় লেখা সমূহ