✅ সংরক্ষিত!

২১ সেপ্টেম্বর ২০২৫

দুনিয়া ও পরকালে সুখী হতে হলে

✅ সংরক্ষিত!

 জাপানে দেওয়া মাওলানা  আজহারীর ওয়াজ থেকে নেওয়া। 

দুনিয়া ও পরকালে সুখী হতে হলে যা করবেন--

১।সরল জীবন যাপন করতে হবে। 

২। সকল মানুষ কে ক্ষমা করতে হবে।

৩। আল্লাহকে খুশি করার জন্য  কাজ করতে হবে।

৪। মানসিক ভাবে খুশি থাকতে হবে যা আছে তা নিয়ে। অল্পতেই সন্তুষ্ট হতে হবে। 

৫। কোন কিছুতেই হতাশ হবেন না। আল্লাহর অনুগ্রহ হতে হতাশ হয় কাফেররা। 

৬। অন্যের খুশির জন্য কাজ করা। 

৭। শোকর গুজার হতে হবে। আলহামদুলিল্লাহ। 

৮। লোভ ত্যাগ করতে হবে। 

৯। ভালো বন্ধু সারকেল বানাতে হবে। 

১০। আল্লাহর জিকির করতে হবে। 

সন্তানকে অন্যের সাথে তুলনা করে ছোট করবেন না।আল্লাহ প্রদত্ত সন্মান কেউ নিতেও পারবে না,দিতে ও পারবে না।শুধু ভালো টার জন্য চেষ্টা করবেন।যা পাবেন তাতে আল্লাহর জন্য সন্তুষ্ট থাকবেন।

যাদেরকে আল্লাহ ভালো বাসেন তারা হলো ----

১। অন্যের প্রতি যে এহসান(দয়া) করে।

২। তাওবাকারী।

৩। পবিত্রতা অরজনকারী।

৪।আল্লাহ কে যে ভয় করে।

৫। আল্লাহর উপর ভরসাকারী।

৬। ন্যায় বিচারক। 

৭। সবরকারী। 

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

The short words

“The Short Words” (যে ‘The Words’ এর প্রথম দশটি অধ্যায়) — এই রিসালার অধ্যায়ভিত্তিক একটি সংক্ষিপ্ত সারমর্ম নিচে দেওয়া হলো। (নোট: মূল বইটি তুর...

জনপ্রিয় লেখা সমূহ