রাসুলুল্লাহ সাঃ এর জীবন সায়াহ্ন ও বেশি বেশি ইবাদতে মশগুল থাকার হুকুম।আমাদের বয়স হলে তাই করা উচিত।
আল কুরআন, ১১০-নাসর
(110:0)
অনুবাদ: পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে।
(110:1)
অনুবাদ: যখন আল্লাহর সাহায্য এসে যায় এবং বিজয় লাভ হয়,
(110:2)
অনুবাদ: আর (হে নবী!) তুমি (যদি) দেখ যে লোকেরা দলে দলে আল্লাহর দ্বীন গ্রহণ করছে।
(110:3)
অনুবাদ: তখন তুমি তোমার রবের হামদ সহকারে তাঁর তাসবীহ পড়ো এবং তাঁর কাছে মাগফিরাত চাও। অবশ্যি তিনি বড়ই তাওবা কবুলকারী।
+++++++++++
আল্লাহর একত্তবাদ ও পরিচয়
আল কুরআন, ১১২-ইখলাম
(112:0)
অনুবাদ: পরম করুণাময় মেহেরবান আল্লাহর নাম।
(112:1)
অনুবাদ: বলো, তিনি আল্লাহ, একক।
(112:2)
অনুবাদ: আল্লাহ কারোর ওপর নির্ভরশীল নন এবং সবাই তাঁর ওপর নির্ভরশীল।
(112:3)
অনুবাদ: তাঁর কোন সন্তান নেই এবং তিনি কারোর সন্তান নন।
(112:4)
অনুবাদ: এবং তাঁর সমতুল্য কেউ নেই।