২০ জানুয়ারী ২০২৩

ইসলাম গ্রহণ করলে উপকার কার?

 আল কুরআন, ৪৯: আল-হুজুরাত:আয়াত: ১৭


یَمُنُّوْنَ عَلَیْكَ اَنْ اَسْلَمُوْا١ؕ قُلْ لَّا تَمُنُّوْا عَلَیَّ اِسْلَامَكُمْ١ۚ بَلِ اللّٰهُ یَمُنُّ عَلَیْكُمْ اَنْ هَدٰىكُمْ لِلْاِیْمَانِ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ


এসব লোক তোমাকে বুঝাতে চায় যে, তারা ইসলাম গ্রহণ করে তোমার উপকার করেছে। তাদের বলো, ইসলাম গ্রহণ করে আমার উপকার করেছো একথা মনে করো না। বরং যদি তোমরা নিজেদের ঈমানের দাবীতে সত্যবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ‌ তা’আলাই তোমাদের উপকার করে চলেছেন। কারণ তিনি তোমাদেরকে ঈমানের পথ দেখিয়েছেন।



বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

বরকতময় কুরআন

 ◑ অপমান নয়, সম্মান চান? যে পাঠক এই লেখা পড়ার তাওফীক লাভ করেছেন, তাঁকে বলছি।  আমার ধারণা, মহান আল্লাহ আপনার মঙ্গল চান।  সুতরাং আপনি কয়েক মিন...

জনপ্রিয় লেখা সমূহ