১৭ মে ২০২২

পিতা মাতার হক ১৪ টি পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব।

 

 

প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না ইনশাল্লাহ।

বিসমিল্লাহির রাহমানির রাহীম


পিতা-মাতার হক ১৪ টি
---------------------------------------------------------

* পিতা মাতার প্রতি জীবিত অবস্থায় ৭ টি হকঃ
১:পিতা মাতার প্রতি শদ্ধাশীল হওয়া
২:মনে প্রনে তাদেরকে ভালবাসা
৩:সর্বদা তাদেরকে মেনে চলা
৪:তাদের খেদমত করা
৫:তাদের প্রয়োজন পূর্ণ করা
৬:তাদের সব সময় সূখে শান্তিতে রাকার চেষ্টা করা
৭:নিয়মিত তাদের সাথে সাক্ষাত ও দেখাশনা করা
১:তাদের মাগফিরাতের জন্য দোয়া করা
২:সওয়াব পৌছানো
৩:তাদের সঙ্গের সাথী বা আত্নীয় দের সম্মান করা
৪:সঙ্গী সাথী ও আত্নীয় স্বজনদের সাহায্য করা
৫:ঋন পরিশোধ করা ও আমানত আদায় করা
৬:শরিয়াত সম্মত ওসিয়ত পূরন করা
৭;সাধ্য মত কবর জিয়ারত করা।

সবাই দয়া করে মা বাবার মনে দুঃখ দিবেন না প্লিজ। তাদেরকে সেইভাবে দেখাশোনা করুন ঠিক যেভাবে ছেলে বেলায় তারা আমাকে আপনাকে দেখাশুনা করেছেন। বাবা মা একবার হারিয়ে গেলে আর কখনো এক মুহুর্তের জন্যও পাবেন না।
আল্লাহ্‌ আমাদের সবাইকে বাবা মায়ের হক পূরণ করার তৌফিক দান করুন। আমিন, সুম্মা আমিন।

◈ ━━━━━━ ⸙ ━━━━━━ ◈
 

 প্রতিদিন কমপক্ষে নিম্নের আমলগুলো করুন।

>>নিম্নের লিংক ক্লিক করে ফজিলত সম্পর্কে জেনে নিন<<

১/ নিয়মিত ৫ ওয়াক্ত নামায পড়ুন এবং অন্যকেও পড়তে উৎসাহিত করুন।

২/ প্রতিদিন কুরআন তিলাওয়াত করুন। না পারলে কয়েকটি সূরা হলেও পড়ুন। 

৩/ যত বেশি সম্ভব  أَسْتَغْفِرُالله ( আস্তাগফিরুল্লা-হ) পড়ুন। দিনে কমপক্ষে ১০০ বার পড়ুন।

৪/ লা ইলাহা ইল্লালল্লাহ - জিকিরটি বেশি বেশি করুন।

৫/ বেশি বেশি দুরুদ শরীফ (প্রতিদিন কমপক্ষে ১০০ বার) পাঠ করুন।

৬/ প্রতিদিন কিছু না কিছু দান-সদকাহ করার চেষ্টা করুন। সদকায়ে জারিয়া চালু করুন।

 

'আপনিও হোন ইসলামের প্রচারক' 

প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে আপনি Facebook, Twitter, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]


ইসলামিক বাংলা টিভি (Islamic Bangla Tv) - এর সঙ্গেই থাকুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আল্লাহ্‌ সুবনাহু ওয়া তায়ালা আমাদের সবাইকে তার আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করুক। আমিন, ছুম্মা আমিন।

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

Islamic world

  Islamic World

জনপ্রিয় লেখা সমূহ