২১ ডিসেম্বর ২০২০

জোর করে কুরআন মানানো নবী(সঃ) এর কাজ নয়

সুরা: ২০: ত্ব-হা,:আয়াত: ২,

আমি এ কুরআন তোমার প্রতি এজন্য নাযিল করিনি যে, তুমি বিপদে পড়বে।
 
আয়াত নং :-3
 
এ তো একটি স্মারক এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে ভয় করে।

তাফসীর : 

টিকা: এ বাক্যটি নিজেই পূর্ববর্তী বাক্যের অর্থের ওপর আলোকপাত করছে। উভয় বাক্য মিলিয়ে পড়লে এ পরিষ্কার অর্থটি বুঝা যায় যে, কুরআন নাযিল করে আমি তোমার দ্বারা এমন কোনো কাজ করাতে চাই না যা তোমার পক্ষে করা অসম্ভব। তোমাকে এ দায়িত্ব দেয়া হয়নি যে, যারা মেনে নিতে চায় না তাদেরকে মানাতেই হবে এবং যাদের অন্তরের দুয়ার ঈমানের জন্য বন্ধ হয়ে গেছে তাদের অন্তরে ঈমান প্রবেশ করাতেই হবে। এটা তো একটা স্মরণ করা ও স্মরণ করিয়ে দেয়া এবং এটা এজন্য পাঠানো হয়েছে যে, যার মনে আল্লাহর ভয় আছে সে এটা শুনে সজাগ হবে। এখন যদি কিছু লোকের মনে আল্লাহর ভয় একদম না থেকে থাকে এবং তাদের হক ও বাতিলের কোন পরোয়াই না থাকে তাহলে তাদের পেছনে সময় নষ্ট করার কোন প্রয়োজনই তোমার নেই।


বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

বরকতময় কুরআন

 ◑ অপমান নয়, সম্মান চান? যে পাঠক এই লেখা পড়ার তাওফীক লাভ করেছেন, তাঁকে বলছি।  আমার ধারণা, মহান আল্লাহ আপনার মঙ্গল চান।  সুতরাং আপনি কয়েক মিন...

জনপ্রিয় লেখা সমূহ