যা আছে ঃ

০৬ নভেম্বর ২০২০

পর্দা বা হিজাব

পর্দা অর্থ আবরন। মন এবং শরীর কে পাপ কাজ থে‌কে বিরত রাখাই পর্দা । মানু‌ষের চো‌খের দেখা এবং ম‌নের অনুভূ‌তি এ কা‌জে অগ্রনী ভু‌মিকা পালন ক‌রে।
পুরুষ এবং স্ত্রী লোকের জন্য পর্দা করা ফরজ। এর দ্বারা মানুষ পাপ কাজ হতে মুক্ত থাকতে পারে। জেনা কারীর শাস্তি আল্লাহ দুনিয়াতে দিতে বলেছেন মৃত্যুদণ্ড এবং ৮০ বেত্রাঘাত নির্দয়ভাবে। সেই জেনা হতে বাঁচার জন্যই পর্দা প্রয়োজন। 
আল কুরআনের সূরা আন নূর আয়াত ৩০ থেকে ৩১ এ আল্লাহ বলেন,
" মুমিনদের বলো ,তারা যেন তাদের নজর সংযত রাখে এবং তাদের যৌবন অঙ্গের সংরক্ষণ করে ,এটা তাদের জন্য মঙ্গল ,আল্লাহতালা  অবহিত তারা যা করে। মমিন মহিলাদের বল, তাদের নজর যেন সংযত রাখে এবং তাদের  যৌবনাঙ্গের সংরক্ষণ করে, সাধারণ প্রকাশ থাকা ব্যতীত তাদের আবরণ প্রকাশ যেন না করে , তাদের ঘাড় ও  বক্ষদেশ যেন  মাথার কাপড়  দ্বারা ঢাকিয়া রাখে , আর তাদের আবরণ যেন প্রকাশ না করে তাদের স্বামী, পিতা ,শ্বশুর, পুত্র ,স্বামীর পুত্র কিংবা ভাই ,ভাই-‌পো, বোন, বোন-পো  ,কিংবা চাকরানী যারা তাদের অধিকারভুক্ত কিংবা অনুগত যৌনকামনা শূন্য পুরুষ কিংবা নারী গোপন অঙ্গে অজ্ঞ বালক ব্যতীত অন্যদের সম্মুখে, তারা যেন সজোরে পদক্ষেপ না করে নিজেদের আভরণ প্রকাশের জন্য ; হে মুমিনরা ! সার্বিকভাবে তোমরা আল্লাহর কাছে তওবা করো, যাতে সফলকাম হতে পারো। "