১৮ জুলাই ২০২০

আদম ( আঃ) সৃষ্টির গল্প -

আদম ও হাওয়া (আঃ) এঁর সৃষ্টি  কাহিনী ।   আল্লাহ আদম (আঃ) কেই প্রথম সৃষ্টি করেন। আল্ কুরআনে  বলা হয় যে আদমকে আল্লাহ্‌ সৃষ্টি করেছিলেন নিজের হাতে মাটি দিয়ে। তার পর ফু দিয়ে তার মধ্যে রুহ দিয়ে দেন। আল্লাহ্‌ তার সৃষ্টিকে সেরা সৃষ্টি বলে ঘোষণা দেন এবং সব ফেরেস্তাদের তাকে সেজদা করতে আদেশ করেন। একমাত্র ইবলিশ (বদ জীন, যে এক সময়ে আল্লাহর অনুগত ছিল ) ছাড়া সবাই তাকে সেজদা করেন । অতঃপর আল্লাহ্‌ ইবলিশকে জাহান্নামের শাস্তি দেন । কিন্তু ইবলিশ ও কম যায় না, সে আল্লাহকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে তার পেয়ারে আদম সন্তানেরা সবাই অবাধ্য হবে। তাই কেয়ামত পর্যন্ত সে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এদিকে আদম হাওয়াই ইবলিশের প্রথম শিকার হয়। এখানে উল্লেখ্য যে আদমের বাকা একটা বুকের হাড় থেকেই আল্লাহ্‌ হাওয়াকে তৈরি করেন। তাই মেয়েরা সব সময় একটু ত্যাড়ামি করে । শয়তানের পাল্লায় পড়েই তারা আল্লাহ্‌র হুকুম অমান্য করে নিষিদ্ধ “গন্ধম” ফল খেয়ে স্বর্গ থেকে বিতাড়িত হন। আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দুনিয়ায় সৎ জীবন -যাপনের পরামর্শ দেন এবং সৎ কাজের জন্য পরকালে পুনরায় জান্নাতে দিবেন  । শয়তান বা ইবলিশের মত অবাধ্য এবং অসৎ মানবদের শয়তানের সাথে জাহান্নামে দিবেন ৷ এটা ভাগ্যের বা কপালের লেখা যা চূড়ান্তভাবে নির্ধারিত। আল্লাহর কাছে চাইতে হবে ভাল কাজ করার সামর্থ্য যেন আল্লাহ দেন এবং চেষ্টা করতে হবে। আমিন। 

   

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

আল্লাহর ১০ আদেশ।

 ইসলামে "দশ আদেশ" (Ten Commandments) শব্দটি সুনির্দিষ্টভাবে ব্যবহৃত হয় না, তবে পবিত্র কুরআনের সূরা আন'আম (৬:১৫১-১৫৩) এবং সূরা ...

জনপ্রিয় লেখা সমূহ