যা আছে ঃ

২৯ ফেব্রুয়ারী ২০২০

**কোরআনের অমূল্য উপদেশ


কোরআনের অমূল্য উপদেশ



দ্বিনবিরোধী স্রোত দেখে মন খারাপ কোরো না
ইরশাদ হয়েছে, ‘তাদের ব্যাপারে আপনি দুঃখ করবেন না এবং তাদের ষড়যন্ত্রে মনঃক্ষুণ্ন হবেন না।’ (সুরা নামল, আয়াত : ৭০)

আল্লাহর অনুগ্রহের কথা ভুলে যেয়ো না
ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই তোমার প্রতিপালক মানুষের প্রতি অনুগ্রহশীল। কিন্তু তাদের বেশির ভাগ অকৃতজ্ঞ।
(সুরা নামল, আয়াত : ৭৩)

Read More.....
অন্তরের গোপন কথাও আল্লাহ জানেন
ইরশাদ হয়েছে, ‘তাদের অন্তর যা গোপন করে এবং তারা যা প্রকাশ করে তা তোমার প্রতিপালক অবশ্যই জানেন।
(সুরা নামল, আয়াত : ৭৪)

ধর্মীয় মতবিরোধের সমাধান কোরআনেই আছে
ইরশাদ হয়েছে, ‘বনি ইসরাঈল যেসব বিষয়ে মতভেদ করে, এই কোরআন তার বেশির ভাগ তাদের কাছে বিবৃত করে। নিশ্চয়ই
এটা মুমিনের জন্য হেদায়েত ও রহমত।
(সুরা নামল, আয়াত : ৭৬-৭৭)

সত্যপথে চলতে বিচলিত হয়ো না
ইরশাদ হয়েছে, ‘তুমি আল্লাহর ওপর নির্ভর করো। তুমি তো স্পষ্ট সত্যের ওপর প্রতিষ্ঠিত।’ (সুরা নামল, আয়াত : ৭৯)