কোরআনের অমূল্য উপদেশ
দ্বিনবিরোধী স্রোত দেখে মন খারাপ কোরো না
ইরশাদ হয়েছে, ‘তাদের ব্যাপারে আপনি দুঃখ করবেন না এবং তাদের ষড়যন্ত্রে মনঃক্ষুণ্ন
হবেন না।’ (সুরা নামল, আয়াত :
৭০)
আল্লাহর অনুগ্রহের কথা ভুলে যেয়ো না
ইরশাদ
হয়েছে,
‘নিশ্চয়ই তোমার প্রতিপালক মানুষের প্রতি অনুগ্রহশীল। কিন্তু
তাদের বেশির ভাগ অকৃতজ্ঞ।’
(সুরা নামল, আয়াত : ৭৩)
Read More.....
অন্তরের গোপন কথাও আল্লাহ জানেন
অন্তরের গোপন কথাও আল্লাহ জানেন
ইরশাদ
হয়েছে,
‘তাদের অন্তর যা গোপন করে এবং তারা যা প্রকাশ করে তা তোমার
প্রতিপালক অবশ্যই জানেন।’
(সুরা নামল, আয়াত : ৭৪)
ধর্মীয় মতবিরোধের সমাধান কোরআনেই আছে
ইরশাদ
হয়েছে,
‘বনি ইসরাঈল যেসব বিষয়ে মতভেদ করে, এই
কোরআন তার বেশির ভাগ তাদের কাছে বিবৃত করে। নিশ্চয়ই
এটা
মুমিনের জন্য হেদায়েত ও রহমত।’
(সুরা নামল, আয়াত : ৭৬-৭৭)
সত্যপথে চলতে বিচলিত হয়ো না
ইরশাদ
হয়েছে,
‘তুমি আল্লাহর ওপর নির্ভর করো। তুমি তো স্পষ্ট সত্যের ওপর
প্রতিষ্ঠিত।’ (সুরা নামল, আয়াত :
৭৯)