৯৭-ক্বাদর
(97:0)
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
শব্দার্থ: بِسْمِ = নামে, اللَّهِ = আল্লাহ(র), الرَّحْمَٰنِ = পরমকরুণাময়, الرَّحِيمِ = অসীমদয়ালু,
অনুবাদ: পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে
(97:1)
اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِیْ لَیْلَةِ الْقَدْرِۚۖ
শব্দার্থ: إِنَّا = নিশ্চয়ই, أَنْزَلْنَاهُ = তাআমরাঅবতীর্ণকরেছি, فِي = মধ্যে, لَيْلَةِ = রাতের, الْقَدْرِ = কদরেরমহিমার,
অনুবাদ: আমি এ (কুরআন) নাযিল করেছি কদরের রাতে।
(97:2)
وَ مَاۤ اَدْرٰىكَ مَا لَیْلَةُ الْقَدْرِؕ
শব্দার্থ: وَمَا = এবংকিসে, أَدْرَاكَ = তোমাকেজানাবে, مَا = কিসেই, لَيْلَةُ = রাত, الْقَدْرِ = কদরের,
অনুবাদ: তুমি কি জানো, কদরের রাত কি?
(97:3)
لَیْلَةُ الْقَدْرِ خَیْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍؕؔ
শব্দার্থ: لَيْلَةُ = রাত, الْقَدْرِ = কদরের, خَيْرٌ = শ্রেষ্ঠ, مِنْ = হতেও, أَلْفِ = হাজার, شَهْرٍ = মাস,
অনুবাদ: কদরের রাত হাজার মাসের চাইতেও বেশী ভালো।
(97:4)
تَنَزَّلُ الْمَلٰٓئِكَةُ وَ الرُّوْحُ فِیْهَا بِاِذْنِ رَبِّهِمْۚ-مِنْ كُلِّ اَمْرٍۙۛ
শব্দার্থ: تَنَزَّلُ = অবতীর্ণহয়, الْمَلَائِكَةُ = ফেরেশতারা, وَالرُّوحُ = এবংরূহ(জিব্রাঈল), فِيهَا = তারমধ্যে, بِإِذْنِ = অনুমতিক্রমে, رَبِّهِمْ = তাদের রবের , مِنْ = প্রত্যেক, كُلِّ = সব, أَمْرٍ = কাজে,
অনুবাদ: ফেরেশতারা ও রূহ এই রাতে তাদের রবের অনুমতিক্রমে প্রত্যেকটি হুকুম নিয়ে নাযিল হয়।
(97:5)
سَلٰمٌ ﱡ هِیَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ۠
শব্দার্থ: سَلَامٌ = শান্তির, هِيَ = সেই(রাত), حَتَّىٰ = পর্যন্ত, مَطْلَعِ = উদয়, الْفَجْرِ = ঊষার,
অনুবাদ: এ রাতটি পুরোপুরি শান্তিময় ফজরের উদয় পর্যন্ত।