৭৮-নাবা
(78:0)
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
শব্দার্থ: بِسْمِ = নামে, اللَّهِ = আল্লাহ(র), الرَّحْمَٰنِ = পরমকরুণাময়, الرَّحِيمِ = অসীমদয়ালু,
অনুবাদ: পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে
(78:1)
عَمَّ یَتَسَآءَلُوْنَۚ
অনুবাদ: এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে?
(78:2)
عَنِ النَّبَاِ الْعَظِیْمِۙ
অনুবাদ: সেই বড় খবরটা সম্পর্কে কি,
(78:3)
الَّذِیْ هُمْ فِیْهِ مُخْتَلِفُوْنَؕ
অনুবাদ: যে ব্যাপারে এরা নানান ধরনের কথা বলে ও ঠাট্টা-বিদ্রূপ করে ফিরছে?
(78:4)
كَلَّا سَیَعْلَمُوْنَۙ
অনুবাদ: কখখনো না, শীঘ্রই এরা জানতে পারবে।
(78:5)
ثُمَّ كَلَّا سَیَعْلَمُوْنَ
অনুবাদ: হ্যাঁ, কখখনো না, শীঘ্রই এরা জানতে পারবে।
(78:6)
اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ مِهٰدًاۙ
অনুবাদ: একথা কি সত্য নয়, আমি যমীনকে বিছানা বানিয়েছি?
(78:7)
وَّ الْجِبَالَ اَوْتَادًا
অনুবাদ: পাহাড়গুলোকে গেঁড়ে দিয়েছি পেরেকের মতো?
(78:8)
وَّ خَلَقْنٰكُمْ اَزْوَاجًاۙ
শব্দার্থ: وَخَلَقْنَاكُمْ = এবংতোমাদেরকেআমরাসৃষ্টিকরেছি, أَزْوَاجًا = জোড়ায়জোড়ায়,
অনুবাদ: তোমাদের (নারী ও পুরুষ) জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি?
(78:9)
وَّ جَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًاۙ
শব্দার্থ: وَجَعَلْنَا = এবংআমরাবানিয়েছি, نَوْمَكُمْ = তোমাদেরঘুমকে, سُبَاتًا = বিশ্রাম(শান্তিরবাহন),
অনুবাদ: তোমাদের ঘুমকে করেছি শান্তির বাহন,
(78:10)
وَّ جَعَلْنَا الَّیْلَ لِبَاسًاۙ
শব্দার্থ: وَجَعَلْنَا = এবংআমরাবানিয়েছি, اللَّيْلَ = রাতকে, لِبَاسًا = আবরণস্বরূপ,
অনুবাদ: রাতকে করেছি আবরণ
(78:11)
وَّ جَعَلْنَا النَّهَارَ مَعَاشًا۪
শব্দার্থ: وَجَعَلْنَا = এবংআমরাবানিয়েছি, النَّهَارَ = দিনকে, مَعَاشًا = জীবিকাঅর্জনেরসময়,
অনুবাদ: এবং দিনকে জীবিকা আহরণের সময়?
(78:12)
وَّ بَنَیْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًاۙ
শব্দার্থ: وَبَنَيْنَا = এবংআমরানির্মাণকরেছি, فَوْقَكُمْ = তোমাদেরউপর, سَبْعًا = সাত, شِدَادًا = সুদৃঢ়(আকাশ),
অনুবাদ: তোমাদের ওপর সাতটি মজবুত আকাশ স্থাপন করেছি
(78:13)
وَّ جَعَلْنَا سِرَاجًا وَّهَّاجًا
শব্দার্থ: وَجَعَلْنَا = এবংআমরাবানিয়েছি, سِرَاجًا = প্রদীপ(সূর্য), وَهَّاجًا = উজ্জ্বল,
অনুবাদ: এবং একটি অতি উজ্জ্বল ও উত্তপ্ত বাতি সৃষ্টি করেছি?
(78:14)
وَّ اَنْزَلْنَا مِنَ الْمُعْصِرٰتِ مَآءً ثَجَّاجًاۙ
শব্দার্থ: وَأَنْزَلْنَا = আমরাবর্ষণকরেছি, مِنَ = হতে, الْمُعْصِرَاتِ = মেঘমালা, مَاءً = পানি, ثَجَّاجًا = মুষলধারে,
অনুবাদ: আর মেঘমালা থেকে বর্ষণ করেছি অবিরাম বৃষ্টিধারা,
(78:15)
لِّنُخْرِ جَ بِهٖ حَبًّا وَّ نَبَاتًاۙ
শব্দার্থ: لِنُخْرِجَ = এজন্যযেআমরাবেরকরব, بِهِ = তাদিয়ে, حَبًّا = শস্য, وَنَبَاتًا = ওউদ্ভিদ,
অনুবাদ: যাতে তার সাহায্যে উৎপন্ন করতে পারি শস্য, শাক সবজি
(78:16)
وَّ جَنّٰتٍ اَلْفَافًاؕ
শব্দার্থ: وَجَنَّاتٍ = এবংবাগিচাসমূহ, أَلْفَافًا = ঘনসন্নিবিষ্ট,
অনুবাদ: ও নিবিড় বাগান?
(78:17)
اِنَّ یَوْمَ الْفَصْلِ كَانَ مِیْقَاتًاۙ
শব্দার্থ: إِنَّ = নিশ্চয়ই, يَوْمَ = দিন, الْفَصْلِ = বিচারের, كَانَ = আছে, مِيقَاتًا = নির্দিষ্ট,
অনুবাদ: নিঃসন্দেহে বিচারের দিনটি নির্ধারিত হয়েই আছে।
(78:18)
یَّوْمَ یُنْفَخُ فِی الصُّوْرِ فَتَاْتُوْنَ اَفْوَاجًاۙ
শব্দার্থ: يَوْمَ = সেদিন, يُنْفَخُ = ফুঁদেওয়াহবে, فِي = মধ্যে, الصُّورِ = শিঙ্গার, فَتَأْتُونَ = অতঃপরতোমরাআসবে, أَفْوَاجًا = দলেদলে,
অনুবাদ: যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে, তোমরা দলে দলে বের হয়ে আসবে।
(78:19)
وَّ فُتِحَتِ السَّمَآءُ فَكَانَتْ اَبْوَابًاۙ
শব্দার্থ: وَفُتِحَتِ = এবংসেদিনউন্মুক্তকরাহবে, السَّمَاءُ = আকাশ, فَكَانَتْ = অতঃপরতাহবে, أَبْوَابًا = অনেকদরজা,
অনুবাদ: আকাশ খুলে দেয়া হবে, ফলে তা কেবল দরজার পর দরজায় পরিণত হবে।
(78:20)
وَّ سُیِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًاؕ
শব্দার্থ: وَسُيِّرَتِ = এবংচালিয়েদেয়াহবে, الْجِبَالُ = পাহাড়গুলো, فَكَانَتْ = অতঃপরতাহবে, سَرَابًا = মরীচিকা,
অনুবাদ: আর পর্বতমালাকে চলমান করা হবে, ফলে তা মরীচিকায় পরিণত হবে।
(78:21)
اِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا
শব্দার্থ: إِنَّ = নিশ্চয়ই, جَهَنَّمَ = জাহান্নাম, كَانَتْ = হলো, مِرْصَادًا = ঘাঁটি,
অনুবাদ: আসলে জাহান্নাম একটি ফাঁদ।
(78:22)
لِّلطَّاغِیْنَ مَاٰبًاۙ
শব্দার্থ: لِلطَّاغِينَ = সীমালঙ্ঘনকারীদেরজন্য, مَآبًا = প্রত্যাবর্তনস্থল,
অনুবাদ: বিদ্রোহীদের আবাস।
(78:23)
لّٰبِثِیْنَ فِیْهَاۤ اَحْقَابًاۚ
শব্দার্থ: لَابِثِينَ = তারাঅবস্থানকারীহবে, فِيهَا = তারমধ্যে, أَحْقَابًا = যুগযুগধরে,
অনুবাদ: সেখানে তারা যুগের পর যুগ পড়ে থাকবে।
(78:24)
لَا یَذُوْقُوْنَ فِیْهَا بَرْدًا وَّ لَا شَرَابًاۙ
শব্দার্থ: لَا = না, يَذُوقُونَ = তারাস্বাদগ্রহণকরবে, فِيهَا = তারমধ্যে, بَرْدًا = ঠাণ্ডা, وَلَا = আরনা, شَرَابًا = পানীয়,
অনুবাদ: সেখানে কোন রকম ঠাণ্ডা এবং পানযোগ্য কোন জিনিসের স্বাদই তারা পাবে না
(78:25)
اِلَّا حَمِیْمًا وَّ غَسَّاقًاۙ
শব্দার্থ: إِلَّا = এব্যতীত, حَمِيمًا = উত্তপ্তপানি, وَغَسَّاقًا = ওপুঁজ,
অনুবাদ: গরম পানি ও ক্ষতঝরা ছাড়া
(78:26)
جَزَآءً وِّفَاقًاؕ
শব্দার্থ: جَزَاءً = (এটাইতাদের)প্রতিদান, وِفَاقًا = উপযুক্ত,
অনুবাদ: (তাদের কার্যকলাপের) পূর্ণ প্রতিফল।
(78:27)
اِنَّهُمْ كَانُوْا لَا یَرْجُوْنَ حِسَابًاۙ
শব্দার্থ: إِنَّهُمْ = তারানিশ্চয়ই, كَانُوا = (এমন)ছিলযে, لَا = না, يَرْجُونَ = আশঙ্কাকরতো, حِسَابًا = হিসাবের,
অনুবাদ: তারা কোন হিসেব-নিকেশের আশা করতো না।
(78:28)
وَّ كَذَّبُوْا بِاٰیٰتِنَا كِذَّابًاؕ
শব্দার্থ: وَكَذَّبُوا = এবংতারামিথ্যারোপকরত, بِآيَاتِنَا = আমাদেরনিদর্শনগুলোকে, كِذَّابًا = (সম্পূর্ণভাবে)মিথ্যা,
অনুবাদ: আমার আয়াতগুলোকে তারা একেবারেই মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল।
(78:29)
وَ كُلَّ شَیْءٍ اَحْصَیْنٰهُ كِتٰبًاۙ
অনুবাদ: অথচ প্রত্যেকটি জিনিস আমি গুণে গুণে লিখে রেখেছিলাম।
(78:30)
فَذُوْقُوْا فَلَنْ نَّزِیْدَكُمْ اِلَّا عَذَابًا۠
অনুবাদ: এখন মজা বুঝ, আমি তোমাদের জন্য আযাব ছাড়া কোন জিনিসে আর কিছুই বাড়াবো না।
(78:31)
اِنَّ لِلْمُتَّقِیْنَ مَفَازًاۙ
অনুবাদ: অবশ্যি মুত্তাকীদের জন্য সাফল্যের একটি স্থান রয়েছে।
(78:32)
حَدَآئِقَ وَ اَعْنَابًاۙ
,
অনুবাদ: বাগ-বাগিচা, আঙুর,
(78:33)
وَّ كَوَاعِبَ اَتْرَابًاۙ
অনুবাদ: নবযৌবনা সমবয়সী তরুণীবৃন্দ
(78:34)
وَّ كَاْسًا دِهَاقًاؕ
অনুবাদ: এবং উচ্ছসিত পানপাত্র।
(78:35)
لَا یَسْمَعُوْنَ فِیْهَا لَغْوًا وَّ لَا كِذّٰبًاۚ
অনুবাদ: সেখানে তারা শুনবে না কোন বাজে ও মিথ্যা কথা।
(78:36)
جَزَآءً مِّنْ رَّبِّكَ عَطَآءً حِسَابًاۙ
অনুবাদ: প্রতিদান ও যথেষ্ট পুরস্কার তোমাদের রবের পক্ষ থেকে,
(78:37)
رَّبِّ السَّمٰوٰتِ وَ الْاَرْضِ وَ مَا بَیْنَهُمَا الرَّحْمٰنِ لَا یَمْلِكُوْنَ مِنْهُ خِطَابًاۚ
অনুবাদ: সেই পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে যিনি পৃথিবী ও আকাশসমূহের এবং তাদের মধ্যবর্তী প্রত্যেকটি জিনিসের মালিক, যার সামনে কারো কথা বলার শক্তি থাকবে না।
(78:38)
یَوْمَ یَقُوْمُ الرُّوْحُ وَ الْمَلٰٓئِكَةُ صَفًّا ﯼ لَّا یَتَكَلَّمُوْنَ اِلَّا مَنْ اَذِنَ لَهُ الرَّحْمٰنُ وَ قَالَ صَوَابًا
অনুবাদ: যেদিন রূহ ও ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। পরম করুণাময় যাকে অনুমতি দেবেন এবং যে ঠিক কথা বলবে, সে ছাড়া আর কেউ কথা বলবে না।
(78:39)
ذٰلِكَ الْیَوْمُ الْحَقُّۚ فَمَنْ شَآءَ اتَّخَذَ اِلٰى رَبِّهٖ مَاٰبًا
অনুবাদ: সেদিনটি নিশ্চিতভাবেই আসবে। এখন যার ইচ্ছা নিজের রবের দিকে ফেরার পথ ধরুক।
(78:40)
اِنَّاۤ اَنْذَرْنٰكُمْ عَذَابًا قَرِیْبًا ﭺ یَّوْمَ یَنْظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ یَدٰهُ وَ یَقُوْلُ الْكٰفِرُ یٰلَیْتَنِیْ كُنْتُ تُرٰبًا۠
অনুবাদ: যে আযাবটি কাছে এসে গেছে সে সম্পর্কে আমি তোমাদের সতর্ক করে দিলাম। যেদিন মানুষ সেসব কিছুই দেখবে যা তার দু’টি হাত আগেই পাঠিয়ে দিয়েছে এবং কাফের বলে উঠবে, হায়! আমি যদি মাটি হতাম।