যা আছে ঃ

১৬ ফেব্রুয়ারী ২০২২

কবিরা গুনা নয়টি

তাইসালা ইবনে মাইয়াস বলেন, ইবনে ওমর রা. এর মাধ্যমে জানা যায়, কবিরা গুনা হল-


১. আল্লাহর সাথে শরীক করা 

২. অকারণে নরহত্যা 

৩. জিহাদ থেকে পালানো 

৪. সতী নারীর বিরুদ্ধে চরিত্রহীনতার অপবাদ রটানো। 

৫. সুদ গ্রহণ করা।

৬. এতীমের সম্পদ আত্মসাৎ করা

৭. মসজিদে ধর্ম-অসম্মত কাজ করা

৮. ধর্ম নিয়ে উপহাস করা 

৯. সন্তান তার অবাধ্যতার জন্য পিতামাতাকে কাঁদানো। 

সংগ্রহ ঃ- আল আদাবুল মুফরাদ।