যা আছে ঃ

১০ জুলাই ২০২০

জাহান্নামী,Jahannami


আমি তো বহু জিন ও মানবকে জাহান্নমের জন্য সৃষ্টি করিয়াছি ; তাহাদের হৃদয় আছে কিন্তু তদ্দ্বারা তাহারা উপলব্ধি করে না, তাহাদের চক্ষু আছে তদ্দ্বারা দেখে না এবং তাহাদের কর্ণ আছে তদ্দ্বারা শ্রবণ করে না; ইহারা পশুর ন্যায়, বরং উহারা অধিক পথভ্রষ্ট। উহারাই গাফিল।

Al Quran, সূরা নম্বরঃ ৭, আয়াত নম্বরঃ ১৭৯