১৪ জুন ২০২১

জান্নাত ও জাহান্নাম

ইসলাম ধর্ম অনুযায়ী দুনিয়ার জীবন অতিবাহিত হওয়ার পর আল্লাহ ও তার রাসুল সঃ কে যারা বিশ্বাস করে ভাল কাজ করবে তাদের জান্নাতে এবং এর বিপরীত কাজ করলে জাহান্নামে বসবাসের জন্য দিবেন। জাহান্নাম ও জান্নাতের বিবরন নিচে দেওয়া হল। 

৮টি জান্নাতের নাম  হলঃ ) জান্নাতুল ফেরদাউস, ) দারুস সালাম, ) দারুল খুলাদ, ) দারুল মাকাম, ) জান্নাতুল মাওয়া, ) জান্নাতুন নায়ীম, ) জান্নাতের আদন, ) দারুল আকার।

৭টি জাহান্নামের নাম  হলঃ ) ছায়ীর, ) লাজা,
) ছাকার,) জাহীম, ) জাহান্নাম, ) হাবিয়া,
) হোতামা।
 

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

Jamuna TV

  Jamuna TV  link

জনপ্রিয় লেখা সমূহ