স্মরণ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্মরণ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১৫ নভেম্বর ২০২০

আল্লাহর জিকির বা স্মরণ

 



পবিত্র কোরআনে একাধিক স্থানে আল্লাহর জিকির বা স্মরণের নির্দেশ দেওয়া হয়েছে। সেসব মানুষের প্রশংসা করা হয়েছে, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। ইরশাদ হয়েছে, "আল্লাহকে বেশি বেশি স্মরণকারী পুরুষ ও নারী,আল্লাহ তাদের জন্য রেখেছেন ক্ষমা ও মহা প্রতিদান।"(সুরা : আহজাব, আয়াত : ৩৫)  

অন্য আয়াতে আল্লাহর স্মরণ থেকে বিমুখ হতে নিষেধ করা হয়েছে। আল্লাহ বলেন, "তোমরা দুজন আমার স্মরণে শৈথিল্য কোরো না। " (সুরা : ত্বহা, আয়াত : ৪২)

সাধক আলেমরা বলেন, আল্লাহর জিকির বা স্মরণ অন্তরের ইবাদত। তা অন্তরকে সজীব রাখে এবং অঙ্গ-প্রত্যঙ্গকে আল্লাহর আনুগত্যের অনুগামী করে। তাঁরা আল্লাহর স্মরণকে ইবাদতের অন্যতম প্রধান উদ্দেশ্য হিসেবেও আখ্যা দেন। আল্লাহ বলেন, "আমার স্মরণার্থে সালাত কায়েম করো। "  (সুরা : ত্বহা, আয়াত : ১৪)

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

Jamuna TV

  Jamuna TV  link

জনপ্রিয় লেখা সমূহ