১৬ অক্টোবর ২০২০

পরকালে দোজখি ও বেহেস্তিদের মেয়াদ

আল্ কুরআনঃ সুরা হুদ ১০৬,১০৭,১০৮ ;
  তারপর যারা হবে হতভাগ্য তারা আগুনে, তাদের জন্য সেখানে থাকবে চিৎকার ও আর্তনাদ, --
সূরাঃ হুদ, আয়াতঃ  ১০৬

     তারা সেখানে থাকবে যতদিন মহাকাশমন্ডল ও পৃথিবী বিদ্যমান থাকবে -- যদি না তোমার প্রভু অন্যথা ইচ্ছা করেন। নিঃসন্দেহ তোমার প্রভু যা ইচ্ছা করেন তাই করে থাকেন।
সূরাঃ হুদ, আয়াতঃ  ১০৭

     আর যারা হবে ভাগ্যবান তারা থাকবে বেহেশতে, তারা সেখানে থাকবে যতদিন মহাকাশমন্ডল ও পৃথিবীৃ বিদ্যমান থাকবে -- যদি না তোমার প্রভু অন্যথা ইচ্ছা করেন। এটি প্রতিদান যা কখনো কাটছাঁট হবে না।
সূরাঃ হুদ, আয়াতঃ  ১০৮

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

Jamuna TV

  Jamuna TV  link

জনপ্রিয় লেখা সমূহ