১৮ মে ২০২১

৮৪ ইনশিকাক

  আল কুরআন, 

৮৪-ইনশিক্বাক

(84:0)

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

অনুবাদ:    পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে


(84:1)

اِذَا السَّمَآءُ انْشَقَّتْۙ


অনুবাদ:    যখন আকাশ ফেটে যাবে


(84:2)

وَ اَذِنَتْ لِرَبِّهَا وَ حُقَّتْۙ


অনুবাদ:    এবং নিজের রবের হুকুম পালন করবে। আর (নিজের রবের হুকুম মেনে চলা), এটিই তার জন্য সত্য।


(84:3)

وَ اِذَا الْاَرْضُ مُدَّتْۙ


অনুবাদ:    আর পৃথিবীকে যখন ছড়িয়ে দেয়া হবে।


(84:4)

وَ اَلْقَتْ مَا فِیْهَا وَ تَخَلَّتْۙ


অনুবাদ:    যা কিছু তার মধ্যে আছে তা বাইরে নিক্ষেপ করে সে খালি হয়ে যাবে


(84:5)

وَ اَذِنَتْ لِرَبِّهَا وَ حُقَّتْؕ


অনুবাদ:    এবং নিজের রবের হুকুম পালন করবে। আর (নিজের রবের হুকুম মেনে চলা), এটিই তার জন্য সত্য।


(84:6)

یٰۤاَیُّهَا الْاِنْسَانُ اِنَّكَ كَادِحٌ اِلٰى رَبِّكَ كَدْحًا فَمُلٰقِیْهِۚ


অনুবাদ:    হে মানুষ! তুমি কঠোর পরিশ্রম করতে করতে তোমার রবের দিকে এগিয়ে যাচ্ছো, পরে তাঁর সাথে সাক্ষাত করবে।


(84:7)

فَاَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ بِیَمِیْنِهٖۙ

অনুবাদ:    তারপর যার আমলনামা তার ডান হাতে দেয়া হয়েছে,

(84:8)

فَسَوْفَ یُحَاسَبُ حِسَابًا یَّسِیْرًاۙ

অনুবাদ:    তার কাছ থেকে হালকা হিসেব নেয়া হবে


(84:9)

وَّ یَنْقَلِبُ اِلٰۤى اَهْلِهٖ مَسْرُوْرًاؕ


অনুবাদ:    এবং সে হাসিমুখে নিজের লোকজনের কাছে ফিরে যাবে।


(84:10)

وَ اَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ وَرَآءَ ظَهْرِهٖۙ


অনুবাদ:    আর যার আমলনামা তার পিছন দিক থেকে দেয়া হবে,


(84:11)

فَسَوْفَ یَدْعُوْا ثُبُوْرًاۙ


অনুবাদ:    অত:পর শীঘ্রই সে মৃত্যুকে ডাকবে


(84:12)

وَّ یَصْلٰى سَعِیْرًاؕ


অনুবাদ:    এবং জ্বলন্ত আগুনে গিয়ে পড়বে।


(84:13)

اِنَّهٗ كَانَ فِیْۤ اَهْلِهٖ مَسْرُوْرًاؕ


অনুবাদ:    সে নিজের পরিবারের লোকদের মধ্যে ডুবে ছিল।


(84:14)

اِنَّهٗ ظَنَّ اَنْ لَّنْ یَّحُوْرَۚۛ


অনুবাদ:    সে মনে করেছিল, তাকে কখনো ফিরতে হবে না।

(84:15)

بَلٰۤى١ۛۚ اِنَّ رَبَّهٗ كَانَ بِهٖ بَصِیْرًاؕ

অনুবাদ:    না ফিরে সে পারতো কেমন করে? তার রব তার কার্যকলাপ দেখছিলেন।


(84:16)

فَلَاۤ اُقْسِمُ بِالشَّفَقِۙ


অনুবাদ:    কাজেই না আমি কসম খাচ্ছি আকাশের লাল আভার

(84:17)

وَ الَّیْلِ وَ مَا وَسَقَۙ

অনুবাদ:    ও রাতের এবং তাতে যা কিছুর সমাবেশ ঘটে তার

(84:18)

وَ الْقَمَرِ اِذَا اتَّسَقَۙ


অনুবাদ:    আর চাঁদের, যখন তা পূর্ণরূপ লাভ করে।


(84:19)

لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍؕ


অনুবাদ:    তোমাদের অবশ্যি স্তরে স্তরে এক অবস্থা থেকে আর এক অবস্থার দিকে এগিয়ে যেতে হবে।


(84:20)

فَمَا لَهُمْ لَا یُؤْمِنُوْنَۙ


অনুবাদ:    তাহলে এদের কি হয়েছে, এরা ঈমান আনে না


(84:21)

وَ اِذَا قُرِئَ عَلَیْهِمُ الْقُرْاٰنُ لَا یَسْجُدُوْنَؕ۩

সেজদা

অনুবাদ:    এবং এদের সামনে কুরআন পড়া হলে এরা সিজদা করে না?


(84:22)

بَلِ الَّذِیْنَ كَفَرُوْا یُكَذِّبُوْنَ٘ۖ


অনুবাদ:    বরং এ অস্বীকারকারীরা উল্টো মিথ্যা আরোপ করে।


(84:23)

وَ اللّٰهُ اَعْلَمُ بِمَا یُوْعُوْنَ٘ۖ

অনুবাদ:    অথচ এরা নিজেদের আমলনামায় যা কিছু জমা করছে আল্লাহ‌ তা খুব ভালো করেই জানেন।


(84:24)

فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِیْمٍۙ

অনুবাদ:    কাজেই এদের যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও।

(84:25)

اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَیْرُ مَمْنُوْنٍ۠

অনুবাদ:    তবে যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।


বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

Jamuna TV

  Jamuna TV  link

জনপ্রিয় লেখা সমূহ