০৩ মার্চ ২০২০

কোরআন তিলাওয়াতের গুরুত্ব ঃ


কোরআন তিলাওয়াত :
 কোরআন মানুষকে আলোকিত করে। অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। মহান আল্লাহ এই মহাগ্রন্থটিকে জ্যোতি বলে আখ্যা দিয়েছেন। পবিত্র কোরআনে এসেছে,  আল্লাহর কাছ থেকে এক জ্যোতি ও স্পষ্ট কিতাব তোমাদের কাছে এসে গেছে। যারা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায়, এটা দিয়ে তিনি তাদের শান্তির পথে পরিচালিত করেন এবং নিজ ইচ্ছায় অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন। আর তাদের সরল-সঠিক পথে পরিচালিত করেন।“ (সুরা : মায়িদা, আয়াত : ১৫-১৬)

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

বরকতময় কুরআন

 ◑ অপমান নয়, সম্মান চান? যে পাঠক এই লেখা পড়ার তাওফীক লাভ করেছেন, তাঁকে বলছি।  আমার ধারণা, মহান আল্লাহ আপনার মঙ্গল চান।  সুতরাং আপনি কয়েক মিন...

জনপ্রিয় লেখা সমূহ